ছাত্রী লাঞ্ছনা : পাঁচজনকে বহিষ্কার করল ছাত্রলীগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পয়লা বৈশাখ রাতে ছাত্রী লাঞ্ছনার ঘটনায় পাঁচ নেতা-কর্মীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি ও সাধারণ সম্পাদক রাজীব আহমেদ রাসেলের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কার্যকরী সদস্য নিশাত ইমতিয়াজ বিজয় (জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ, ৪২তম ব্যাচ), শহীদ সালাম বরকত হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক নাফিজ ইমতিয়াজ (রসায়ন বিভাগ, ৪২তম ব্যাচ), ছাত্রলীগকর্মী আবদুর রহমান ইফতি (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ), রাকিব হাসান (ভূগোল ও পরিবেশ বিভাগ, ৪৩তম ব্যাচ) ও নুরুল কবীর (নৃবিজ্ঞান বিভাগ, ৪৩তম ব্যাচ)।
বিজ্ঞপ্তিতে এই ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন ছাত্রলীগের নেতারা। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। যাঁদের নামে অভিযোগ হয়েছে, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে আগামী ২৪ ঘণ্টার মধ্যে শাস্তি দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
নববর্ষের রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তপন কুমার সাহার কাছে এ অভিযোগ করেছেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে লাঞ্ছিত করার ঘটনায় ছাত্রলীগের পাঁচ কর্মীর বিরুদ্ধে আজ সকালে প্রক্টর তপন কুমার সাহার কাছে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ছাত্রী।