রাবিতে ক্যারিয়ার উৎসব শুরু বুধবার

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘বিডিজবসডটকম-আরইউসিসি ক্যারিয়ার উৎসব-২০১৬’ নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেন আয়োজকরা। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (আরইউসিসি) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী ‘বিডিজবসডটকম-আরইউসিসি ক্যারিয়ার উৎসব-২০১৬’ শুরু হতে যাচ্ছে আগামী বুধবার।  

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মমতাজউদ্দিন কলা ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরইউসিসির সভাপতি কাজী মাহমুদ। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বুধবার সকাল ১০টায় শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের শুরু হবে। পরে বিশ্ববিদ্যালয়ের ডিনস ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে ‘প্রেজেন্টেশন কম্পিটিশন ও বিজনেস কেস কম্পিটিশন’। এ প্রতিযোগিতায় বিচারক থাকবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক আ. আলীম, হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমরান হোসেন এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক স্বপ্নীল রহমান।

এ ছাড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিকেল ৩টায় ‘প্রিপেয়ারিং ইয়রসেলফ ফর লোকাল অ্যান্ড গ্লোবাল জব মার্কেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান বক্তা থাকবেন বিডিজবসডটকমের চিফ কমার্শিয়াল অফিসার প্রকাশ রায় চৌধুরী। পরে ‘এমপ্লয়ার্স এসপেক্টেশন ফ্রম দ্য অ্যাসপায়ারিং ক্যানডিডেটস’ শীর্ষক প্যানেল ডিসকাশনও অনুষ্ঠিত হবে। 

এতে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ্ আজম, পালমাল গ্রুপের মানবসম্পদ বিভাগের জেনারেল ম্যানেজার রাশেদ মাওলা, এসিআই লিমিটেডের মানবসম্পদ বিভাগের সিনিয়র ম্যানেজার হাসান তারিক।

প্যানেল ডিসকাশন শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন। এ ছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিডিজবসডটকমের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ, ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক তানভীর মোরশেদ প্রমুখ।