মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিকেল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা পরীক্ষিৎ চৌধুরী এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পরীক্ষিৎ চৌধুরী বলেন, পরীক্ষার পর অল্প সময়ের মধ্যেই ফল করা হলো। তিনি বলেন, পরীক্ষার্থীরা মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এ ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে (http://result.dghs.gov.bd) পরীক্ষার ক্রমিক নম্বর দিয়ে ফল জানা যাবে।
গত শুক্রবার মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৯০ হাজার ছাত্রছাত্রী অংশ নেন।