রুয়েটে ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় ‘ক’ গ্রুপের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তিযুদ্ধ শুরু হয়। পরীক্ষা চলবে ১২টা পর্যন্ত।
এরপর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘খ’ গ্রুপে শুধু আর্কিটেকচার বিভাগে মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হবে।
রুয়েটের প্রক্টর জালালউদ্দিন বলেন, ‘সব ধরনের নিরাপত্তার মধ্যে কোনোরকম বিশৃঙ্খলা ছাড়াই ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।’
পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং, সভা-সমাবেশ ও ট্রেন্ড স্থাপন নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শিক্ষার্থীদের কোনো ধরনের ব্যাগ, মুঠোফোন ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করতে দেওয়া হচ্ছে না।
এবারে সর্বমোট আট হাজার ২০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ১৪টি বিভাগে ৮৭৫ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।