আবারও পেছাল এসএসসি পরীক্ষা

Looks like you've blocked notifications!
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ শনিবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমানের পরীক্ষার পরিবর্তিত তারিখ ঘোষণা করেন। ছবি : এনামুল হক

হরতালের কারণে আবারও এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে।

আজ শনিবার বিকেলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারির (রোববার) এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল ৯টায় এবং ১০ ফেব্রুয়ারির (মঙ্গলবার) পরীক্ষা ১৪ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় চট্টগ্রাম সার্কিট হাউসে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ ঘোষণা দেন। 

২০-দলীয় জোট নতুন করে ৭২ ঘণ্টার হরতাল ডাকায় রোববারের ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র ও মঙ্গলবারের ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা দুটি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়।

শিক্ষামন্ত্রী আজ সকালে চট্টগ্রামে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিকেলের মধ্যে ২০ দলীয় জোটকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান। এ আহ্বানে ২০ দল সাড়া না দিলে পরীক্ষা দুটির ব্যাপারে বিকেলে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছিলেন তিনি। 

বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোট গতকাল শুক্রবার রাতে এক বিবৃতিতে আগামী রোববার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত সারা দেশে টানা ৭২ ঘণ্টা হরতাল আহ্বান করে।