জাবির ‘এ’ ইউনিটে ভর্তির ফল প্রকাশ
জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ রোববার রাত ৯টায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এ বছর ‘এ’ ইউনিটের ৪৫১টি আসনের বিপরীতে ৪৮ হাজার ৭০০ শিক্ষার্থী আবেদন করে। ফলাফলে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে সংশ্লিষ্ট ইউনিট বা বিভাগের আসন সংখ্যার সর্বাধিক দশগুণ ছাত্রছাত্রীদের পৃথক মেধাতালিকা প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ju-admission.org-এ ফলাফল পাওয়া যাবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষার ফলাফল আবেদনকারীর মোবাইল ফোন নম্বরে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।