বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-কক্ষে ফ্যান খুলে ছাত্রের মাথায়
রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পরীক্ষা-কক্ষে ফ্যান খুলে এক শিক্ষার্থীর ওপর পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী ইউসুফ আলী। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
দুপুরে বেরোবির মার্কেটিং বিভাগের পঞ্চম ব্যাচের পরীক্ষা চলছিল। পরীক্ষার সময় হঠাৎ করেই একটি সিলিং ফ্যান খুলে সিটে বসে লিখতে থাকা ইউসুফের মাথায় পড়ে। এতে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে মেঝেতে পড়ে যান তিনি। ফ্যানের আঘাতে ইউসুফের মাথার বেশকিছু অংশ ফেটে যায়।
এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শাহীনুর রহমানসহ শিক্ষার্থীরা আহত ইউসুফকে দ্রুত বেরোবি মেডিকেল সেন্টারে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর বেরোবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত ডাক্তার জানান, ‘মাথার কিছু অংশে তীব্র আঘাত লেগেছে এবং কিছু রক্তক্ষরণও হয়েছে। তবে এখন আশঙ্কার কিছু নেই।’
বেরোবির সহকারী প্রক্টর শাহীনুর রহমান বলেন, ‘ফ্যানের নাটবোল্ট আলগা হয়ে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটে। আহত শিক্ষার্থী এখন আশঙ্কামুক্ত। অ্যাম্বুলেন্সে করে ইউসুফকে মেসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
ফ্যান খুলে যাওয়ার ব্যাপারে বেরোবির নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম বলেন, ‘এটা একটা অপ্রত্যাশিত ঘটনা। আমাদের কাছে এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ আসেনি। এ নিয়ে মার্কেটিং বা অন্য কোনো বিভাগ থেকে এখনো কিছু বলা হয়নি।’
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কেটিং বিভাগের ষষ্ঠ ব্যাচের এক শিক্ষার্থী জানান, ‘আমাদের ক্লাসেও এর আগে এভাবেই একটি ফ্যান পড়ে যায়। এরপর আবারও ঘটল একই ধরনের ঘটনা।’