জবির ‘ডি’ ইউনিটে ২৭ নভেম্বর ভর্তি কার্যক্রম শুরু
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ডি-ইউনিটের ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২৭ নভেম্বর। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আলম স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মঙ্গলবার প্রথম মনোনয়ন পাওয়া ভর্তিচ্ছুদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই তালিকায় থাকা ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম চলবে ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য ওয়ার্ড কোটা, উপজাতি কোটা, শারিরিক প্রতিবন্ধী কোটা এবং খেলোয়াড় কোটায় আবেদন কারীদের তালিকা আগামী ২৮ ডিসেম্বর প্রকাশ করা হবে। কোটায় ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার আগামী বছরের ২ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আসন খালি থাকলে ডি-ইউনিটের পরবর্তী মেধা তালিকা প্রকাশ করা হবে ।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচিত বিষয়ে ভর্তি হতে হবে। অন্যথায় তিনি ভর্তির সুযোগ পাবে না। এ সময় ভর্তিচ্ছুদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মূল প্রবেশপত্র, নম্বরপত্র, সনদপত্র, সদ্য তোলা ৮ কপি ছবি (৪ কটি পাসপোর্ট সাইজ ও ৪ কপি স্ট্যাম্প সাইজ) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসতে হবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যাবে।
২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিষ্টারের সকল ইউনিটের ক্লাস আগামী ১৫ জানুয়ারি শুরু হবে।