শাবিপ্রবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এবারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ভর্তি কমিটির সদস্য-সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যতদ্রুত সম্ভব ভর্তির তারিখ ঘোষণা করা হবে।
ভর্তি পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটের (www.sust.edu/admission) মাধ্যমে জানা যাবে।
তা ছাড়া শিক্ষার্থীরা যেকোনো মুঠোফোন অপারেটর থেকে SUST< space >RESULT< space >Exam-Roll) লিখে ১৬২৪২ নম্বরে খুদেবার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন।