কুবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Looks like you've blocked notifications!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

আজ সোমবার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সদস্য সচিব ও রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। 

ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে উত্তীর্ণদের মধ্যে ১ থেকে ২০০০ জনের সাক্ষাৎকার আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। 

কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মানবিক শাখায় ১ থেকে ১০০০ জন, বিজ্ঞান শাখায় ১ থেকে ৬০০ জন এবং বাণিজ্য শাখায় ১ থেকে ২৫০ জনের ১৮ ও ১৯ ডিসেম্বর সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে বাণিজ্য শাখায় ১ থেকে ৩০০, বিজ্ঞান শাখায় ১ থেকে ৫০ এবং মানবিক শাখায় ১ থেকে ৪০ জনের সাক্ষাৎকার ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সাক্ষাৎকারের ফলাফল ২১ ডিসেম্বর প্রকাশ করা হবে।  

সাক্ষাৎকারে উত্তীর্ণ শিক্ষার্থীদের ভর্তি চলবে ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি। ভর্তি ফলাফল ও সাক্ষাৎকারের সব তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট www.cou.ac.bd-তে পাওয়া যাবে।