রাবিতে ভর্তি পরীক্ষা সোমবার, ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা

Looks like you've blocked notifications!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপলক্ষে আজ শনিবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামী সোমবার (২৯ মে)। ইতোমধ্যেই পরীক্ষার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাশাপাশি ভর্তি পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ শনিবার বেলা সোয়া ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে জনসংযোগ দপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এ সময় লিখিত বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘এবারের ভর্তি পরীক্ষা তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। বিশেষ কোটাসহ মোট চার হাজার ৪৬৭টি আসনের বিপরীতে মোট এক লাখ ৭৮ হাজার ৫৯১টি চূড়ান্ত আবেদন জমা পড়েছে। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতি চক্রগুলোর দ্বারা ভর্তিচ্ছুরা প্রতারণার শিকার হয়ে থাকে। এবারে কোনো ধরনের জালিয়াতি বা কারসাজির সুযোগ নেই। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। কোনো প্রকার জালিয়াতি, কারসাজি বা অশুভ তৎপরতা সংক্রান্ত নির্ভরযোগ্য পেলে প্রক্টর দপ্তরকে অবহিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা গ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, ‘রাষ্ট্রপতি যে একক ভর্তি পরীক্ষা নেওয়ার কথা বলেছেন, সেটা হলে আমরা গুচ্ছ নয়, একক পরীক্ষা নিয়েই ভাবব৷

পরীক্ষা চলাকালীন ক্যাম্পাসের ভেতরে যানবাহন চলাচলে নির্দেশনার সম্পর্কে উপাচার্য বলেন, ‘সকাল ৮টার পর ক্যাম্পাসে কোনো প্রকার ভারী যানবাহন প্রবেশ করতে পারবে না। ব্যক্তিগত গাড়ি ও অন্যান্য যানবাহন কাজলা ও বিনোদপুর গেট দিয়ে প্রবেশ করে মেইন গেট দিয়ে বেরিয়ে যাবে। কৃষি ও চারুকলা অনুষদে যাওয়ার ক্ষেত্রে মন্নুজান হল, বেগম খালেদা জিয়া হল, স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন ও তুঁত বাগান সংলগ্ন রাস্তাটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। তবে, শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীরা সকল রাস্তা ব্যবহার করতে পারবে।’

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার আরও বলেন, এবারে এক ঘণ্টাব্যাপী ভর্তি-পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে গ্রহণ করা হবে। পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী পরীক্ষা কক্ষের বাইরে যেতে পারবে না। পরীক্ষার হলে মোবাইল ফোন ও ক্যালকুলেটরসহ মেমোরিযুক্ত অন্য কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে পরীক্ষা ভবনের গেট ও ৩০ মিনিট আগে পরীক্ষা কক্ষের প্রবেশগেট খুলে দেওয়া হবে। প্রতিটি ইউনিটের ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা, বেলা ১১টা থেকে দুপুর ১২টা, বেলা ১টা থেকে ২টা এবং বেলা সাড়ে ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম মাসউদসহ অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন৷