ঢাবির ইমেরিটাস অধ্যাপক হলেন ছয় শিক্ষক

Looks like you've blocked notifications!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক হলেন বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ছয় জন গুণি শিক্ষক।

বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রোববার (১৬ জুলাই) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) তাদের নাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে পাশ হয়।

তাঁরা হলেন– ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, আন্তর্জাতিক ব্যবসায় বিভাগের অধ্যাপক খন্দকার বজলুল হক, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আতিউর রহমান, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নজরুল ইসলাম, চারুকলার অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের অধ্যাপক রফিকুন নবী এবং প্রাচ্যকলা বিভাগের অধ্যাপক হাশেম খান।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একাডেমিক কাউন্সিলে খ্যাতিমান ছয় জন শিক্ষককে আমরা ইমেরিটাস অধ্যাপক হিসেবে প্রস্তাব করেছিলাম। গতকাল সিন্ডিকেটে তা অনুমোদন হয়।’

উচ্চশিক্ষা ক্ষেত্রে অধ্যাপনা পেশায় ইমেরিটাস অধ্যাপক একটি উচ্চ মর্যাদাসম্পন্ন পদ বা পদবি। বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অবসরপ্রাপ্ত স্বনামখ্যাত অধ্যাপকের জীবদ্দশায় শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদান এবং নিজ নিজ ক্ষেত্রে ব্যুৎপত্তি অর্জনের স্বীকৃতিস্বরূপ এই সম্মানজনক পদ বা পদবি প্রদান করা হয়ে থাকে।