মাধ্যমিক স্কুলে পদোন্নতি পেলেন ৭৭ শিক্ষক 

Looks like you've blocked notifications!
মাউশির লোগো তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে কর্মরত ৭৭ জনকে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হয়েছে। ইতোমধ্যে পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের দেশের বিভিন্ন স্কুলে পদায়ন করা হয়েছে।

আজ সোমবার (৩১ জুলাই) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে। পদোন্নতিপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে বেশিরভাগকে প্রধান শিক্ষক, কয়েকজনকে জেলা শিক্ষা কর্মকর্তা পদে পদায়ন করা হয়েছে।

জানা গেছে, প্রধান শিক্ষক পদে পদোন্নতির জন্য ১৮ জুলাই ডিপিসির (বিভাগীয় পদোন্নতি কমিটি) সভা করা হয়। সভায় সরকারি প্রধান শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতির তালিকা চূড়ান্ত করা হয়।