এসএসসির পুনর্নিরীক্ষণের ফল ২৮ আগস্ট

Looks like you've blocked notifications!
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের ছবি তাদের ওয়েবসাইট থেকে নেওয়া

এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণের ফল আগামী ২৮ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সব শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড একযোগে খাতা চ্যালেঞ্জের ফল প্রকাশ করবে। 

আজ রোববার (৬ আগস্ট) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

আবুল বাশার বলেন, ‘আগামী ২৮ আগস্ট এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। এ বিষয়ে সব বোর্ডগুলো সম্মত হয়েছে। সব বোর্ড একযোগে এ ফল দেবে।’

গত ২৮ জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছর প্রায় ৮০ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তবে, কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে বোর্ডকে চ্যালেঞ্জ করার জন্য সাতদিন সময় পায় শিক্ষার্থীরা। গত ২৯ জুলাই থেকে আবেদনে সময় শুরু হয়, যা চলে ৪ আগস্ট পর্যন্ত।

অধ্যাপক মো. আবুল বাশার বলেন, ‘পরীক্ষার্থীদের ফল পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ শেষ হয়েছে। আমরা খাতা পুনর্নিরীক্ষার কার্যক্রম শিগগিরই শুরু করছি। যারা আবেদন করেছেন তাদের সবার খাতা পুনরায় যাচাই করা হবে। কোনো অসঙ্গতি পেলে সেগুলো দূর করে ফল প্রকাশ করা হবে।’