আজ চট্টগ্রাম মহানগরীর সব স্কুল-কলেজ বন্ধ

Looks like you've blocked notifications!
ভারী বৃষ্টির কারণে সোমবার টানা চতুর্থ দিনের মতো চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা গেছে। ছবি : স্টার মেইল

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আজ মঙ্গলবার (৮ আগস্ট) চট্টগ্রাম মহানগরীর সরকারি-বেসরকারি সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শুধু চট্টগ্রাম মহানগরীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

ভারী বর্ষণের ফলে টানা কয়েকদিন কোমর পানির নিচে চট্টগ্রাম নগর। গত শুক্রবার থেকে নগরের বিভিন্ন এলাকার রাস্তাঘাট, অলিগলি ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত থেকে বৃষ্টিপাত শুরু হলে শুক্রবার থেকে বৃষ্টিতে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ওই দিন সন্ধ্যা ও রাতের দিকে পানি নেমে গেলেও পরদিন শনিবার (৫ আগস্ট) ভারী বর্ষণে আবার তলিয়ে যায়। রোববার ২৪ ঘণ্টায় ৩২২ মিলিমিটার বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় বন্দী হয়ে পড়ে নগরের নিম্নাঞ্চলের মানুষ।

এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সব ক্লাস-পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।