মন্দরী হাই স্কুলে ট্রান্সক্রিপ্ট বিতরণ ও অভিভাবক সমাবেশ

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রান্সক্রিপ্ট বিতরণ, অভিভাবক সমাবেশ ও ১৫ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হল রুমে এ উপলক্ষে এক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের শুরুতে অভিভাবক সমাবেশ ও ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস’ শীর্ষক স্কিমের আওতায় ‘স্কুল ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান’-এর আওতায় অতিদরিদ্র, ভূমিহীন, এতিম ও নদী-সিকস্তি পরিবারের ১৫ শিক্ষার্থীকে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।
অভিভাবক সমাবেশ ও অর্থ সহায়তা প্রদান শেষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে অর্ধবার্ষিক পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ করা হয়। ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন ও শতভাগ শিক্ষার্থী উপস্থিতির বিষয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সজীব খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ১৩ নং মন্দরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামছুল হক। এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা।