নোটিশ ছাড়া পরীক্ষা স্থগিত, পরীক্ষার্থীদের বিক্ষোভ

Looks like you've blocked notifications!
হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় আজ শুক্রবার রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা। ছবি : এনটিভি

নোটিশ ছাড়াই মহিলাবিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও ডে কেয়ার ইনচার্জ পদের বাছাই পরীক্ষা স্থগিত করায় বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পরীক্ষার্থীরা। আজ শুক্রবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বিভিন্ন স্থানে এ বিক্ষোভ করেছেন চাকরিপ্রার্থীরা।

জানা গেছে, বেলা ১১টায় পরীক্ষা শুরুর কথা ছিল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসেন তারা। এসে জানতে পারেন তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেন পরীক্ষার্থীরা।

পরীক্ষার্থীরা জানান, পরীক্ষা সকাল ১১টায় শুরু হওয়ার কথা ছিল, টাঙানো হয়েছিল সিটপ্লান। কিন্তু পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে জানানো হয় পরীক্ষা স্থগিতের কথা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছেন।