ফাজিল তিন বর্ষের পরীক্ষার ফল প্রকাশ

Looks like you've blocked notifications!
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও রিটেইক) পরীক্ষা-২০২১ এর ফল প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকালে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের কাছে ফল তুলে দেন পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান। 

গত ৩০ ‍জুলাই থেকে শুরু হয়ে ২৭ আগস্ট পর্যন্ত দেশব্যাপী আটটি বিভাগের ২৯৬টি পরীক্ষা কেন্দ্রে মোট এক লাখ ১০ হাজার ১৯৭ জন পরীক্ষার্থী ফাজিল (স্নাতক) পাস প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষায় পাসের হার যথাক্রমে প্রথম বর্ষে ৮৫ দশমিক ৮৩ শতাংশ, দ্বিতীয় বর্ষে ৯১ শতাংশ ও তৃতীয় বর্ষে ৮৬ দশমিক ৪২ শতাংশ পাস করেছে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.iau.edu.bd-এ পাওয়া যাবে।

ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সীমিত জনবল ও নানা জটিলতার মধ্যে মাত্র ৪৫ দিনে তিনটি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, যেখানে বিগত সময় ছয় মাস বা আরও বেশি সময় লাগত। আমরা আপ্রাণ চেষ্টা করছি, যাতে করে আমাদের সন্তানদের জীবন থেকে মূল্যবান সময় চলে না যায়।