গোপালগঞ্জে বীণাপাণি উচ্চবিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

Looks like you've blocked notifications!
কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন  প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ। ছবি : এনটিভি

গোপালগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২২ ও ২০২৩ সালে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৭১ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে। গত মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে স্কুল কর্তৃপক্ষ এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন স্কুলের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক অর্চনা বিশ্বাস, সিনিয়র শিক্ষক দিলীপ কুমার রায়, কালিদাস বিশ্বাস, নাজমা আক্তার, সুজন সরকার, সহকারি শিক্ষক খাদিজা পারভীন, মোসা. সালমা খানম, সদানন্দ বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সাইমা বিনতে মাহবুব বলেন, এ প্রাপ্তিতে যেমন আনন্দ পেয়েছি তেমনি লেখাপড়ার উৎসাহ-উদ্দীপনা আরও বাড়িয়ে দিয়েছে।