ইবিতে শিক্ষার্থীদের সংঘর্ষ, কারণ অনুসন্ধানে কমিটি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খেলার মাঠে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছেন খেলোয়াড়রা। এতে শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যেও বাঁধে দফায় দফায় সংঘর্ষ। আহত হন অন্তত ১২ শিক্ষার্থী। পরে সংঘর্ষের কারণ অনুসন্ধানে গঠন করা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে পরিচালক ড. আমানুর আমান।
আমানুর আমান জানান, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ এইচ এম আক্তারুল ইসলামকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। এই কমিটির সদস্য সচিব সহকারী প্রক্টর আল ফিকাহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন।
কমিটিতে সদস্য হিসেবে আছেন প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা, সাদ্দাম হল প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান, খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।
একটি সূত্রে জানা গেছে, কমিটির সদস্যদের কাছে চিঠি শনিবার পৌঁছাবে। ওই চিঠিতে খুব দ্রুত সময়ের মধ্যে অনুসন্ধান করে ভবিষ্যত করণীয় বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
গত মঙ্গলবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে ক্রিকেট ও ফুটবল খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। দফায় দফায় যা চলে রাত পর্যন্ত। এতে আহতদের পাঁচজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া চোখে আঘাত নিয়ে গুরুতর আহত একজনকে কুষ্টিয়া সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।