ভিকারুননিসায় পাসের হার ৯৮.৬৫

Looks like you've blocked notifications!
আজ রোবাবর সকালে ফলাফল পাওয়ার পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আনন্দ প্রকাশ। ছবি : এনটিভি

রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে এবারের এইচএসসি পরীক্ষায় ৯৮ দশমিক ৬৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। আজ রোববার (২৬ নভেম্বর) এসএসসি ও সমমানের ফল বেরোনোর পর স্কুল প্রাঙ্গণে ফলাফল তুলে ধরা হয়।

ভিকারুননিসা সূত্রে জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানটিতে এবার এইচএসসি পরীক্ষার্থী ছিল দুই হাজার ৬১১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় দুই হাজার ৫৯৬ জন। যার মধ্যে পাস করেছে দুই হাজার ৫৬১ জন। আর ফেল করেছে ৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ১১৬ জন। জিপিএ-৫ পাওয়ার হার ৪৫ দশমিক ৫৩।

এদিকে, চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষায় ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছে বলে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানিয়েছেন।

আজ রোববার (২৬ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর বেলা ২টায় সংবাদ সম্মেলন করে শিক্ষামন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।