মেডিকেলে ভর্তি পরীক্ষা ৯ ফেব্রুয়ারি
সারা দেশে এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ১০টায়। এ ছাড়া বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ মার্চ। পরীক্ষার ন্যূনতম পাস নম্বর আগের মতোই ৪০ রাখা হয়েছে।
আজ রোববার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সরকারি মেডিকেল কলেজে এবার পাঁচ হাজার ৩৮০টি আসন রয়েছে। গেলবারের চেয়ে এবার এক হাজার ৩০টি সিট বাড়ানো হয়েছে। বেসরকারি মেডিকেল কলেজের সিট ছয় হাজার ৩৪৮টি।’
জাহিদ মালেক বলেন, ‘মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য আগামী ৯ জানুয়ারি থেকে এক মাস সারা দেশের মেডিকেল কোচিং সেন্টার বন্ধ থাকবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক কারণে কোনো বেসরকারি মেডিকেল কলেজ করা হয়নি। প্রয়োজনের জন্যই হয়েছে। দেশে এখনও চিকিৎসকের অভাব আছে। তবে, যেসব বেসরকারি মেডিকেল কলেজ থেকে মানসম্মত চিকিৎসক তৈরি হয় না, সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।’