তৃতীয় শ্রেণির এক বিষয়ের বই ফিরিয়ে নেওয়া হলো সাতক্ষীরায় 

Looks like you've blocked notifications!
সাতক্ষীরায় তৃতীয় শ্রেণির এক বিষয়ের বই ফিরিয়ে নেওয়া হয়। ছবি : এনটিভি

সাতক্ষীরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিতরণ করা হয়েছিল বই। সেগুলো থেকে একটি বিষয়ের বই ফেরত নিয়েছে জেলা শিক্ষা অফিস। কারণ বলতে নারাজ সংশ্লিষ্টরা। যদিও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ডিপিইও) হোসনে ইসায়মিন করিমী জানিয়েছেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ বই ফেরত নেওয়া হচ্ছে, এর বেশি ‘অনুমতি ছাড়া বলা সম্ভব না।’ 

জানা গেছে, বছরের প্রথম দিন বই উৎসবে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বই। ওদিনই সন্ধ্যায় বিতরণকৃত বই ফেরত নেওয়ার নির্দেশনা পান প্রধান শিক্ষকরা। তারপর শুরু হয় বই ফেরত নেওয়া।

পরদিন মঙ্গলবার (২ জানুয়ারি) সরেজমিনে সাতক্ষীরা শহরের টাউন সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সহকারী শিক্ষা কর্মকর্তাদের কাছে বিভিন্ন স্কুলের শিক্ষকরা বই জমা দিচ্ছেন। বই জমা দিতে আসা শিক্ষকদের অনেকের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গতকাল বই বিতরণের পর স্ব-স্ব ক্লাসটারের সহকারী শিক্ষা কর্মকর্তারা তৃতীয় শ্রেণিতে বিতরণ করা একটি বিষয়ের বই মঙ্গলবার ১১টার ভেতর ফেরত দেওয়ার জন্য বলেন। এজন্য আমরা তাৎক্ষণিক বই ফেরত দেওয়ার উদ্যোগ নিই। 

সাতক্ষীরা সদর উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা দুলাল চন্দ্র, নজরুল ইসলাম ও রবিউল ইসলামের কাছে জানতে চাইলে তারা এনটিভি অনলাইনকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা কাজ করছি। কিছু জানার থাকলে তাদের কাছে শুনতে পারেন। এ বিষয়ে আমরা কিছু জানি না।

এ বিষয়ে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভূঁইয়া চৌধুরী বলেন, প্রিন্টিং মিসটেকের (ভুল) কারণে বইগুলো তুলে নেওয়া হচ্ছে। তবে, কী ধরনের ভুল, তা জানাতে পারেননি তিনি।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) হোসনে ইসায়মিন করিমী বলেন, সাতক্ষীরার সব উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ইসলাম ধর্মের সব বই শিক্ষার্থীদের থেকে ফেরত নেওয়া হচ্ছে বইতে কোনো প্রকার ভুল আছে কি-না, সেটা দেখার জন্য। 

অপর এক প্রশ্নের জবাবে ডিপিইও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো কিছু বলা সম্ভব না। বিষয়টা আমরা আপনাদের পরে ক্লিয়ার (পরিষ্কার) করতে পারব।