শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা শীর্ষক আলোচনা সভা

Looks like you've blocked notifications!
ছবি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে

খ্যাতনামা সাংবাদিক, রাজনীতিবিদ ও লেখক আবুল মনসুর আহমদের সাংবাদিকতার শতবর্ষ উপলক্ষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ঢাকার যৌথ আয়োজনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। 

‘শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতার প্রাসঙ্গিকতা’ শীর্ষক ওই আলোচনা সভা আগামী ২৪ জানুয়ারি ২০২৪ সকাল ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও একুশে পদকপ্রাপ্ত প্রাবন্ধিক-লেখক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ‘বঙ্গবন্ধু চেয়ার’ অধ্যাপক সনৎ কুমার সাহা এবং ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের খ্যাতনামা সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। 

অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন সাংবাদিক ও গবেষক ড. কাজল রশীদ শাহীন। আলোচনা করবেন লেখক ও দৈনিক সমকালের প্ল্যানিং এডিটর ফারুক ওয়াসিফ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রফেসর তানভীর আহমদ এবং আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ, ঢাকার আহ্বায়ক ইমরান মাহফুজ। 

সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি প্রফেসর ড. মুসতাক আহমেদ। অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত। আলোচনা সভা শেষে মাহফুজ আনাম ও অন্যান্য অতিথিবৃন্দ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ পরিদর্শন করবেন।