‘কখনও ভাবিনি ঢাকা মেডিকেলে চান্স পাব’
মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন তানজিম মুনতাকা সর্বা। পেয়েছেন ৯২.৫ নম্বর। ফলাফল পেয়ে জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া।
হলিক্রস কলেজ থেকে এইচএইসসি উত্তীর্ণ ছাত্রী তানজিম মুনতাকা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে লেখেন, ‘আমি কখনও ভাবিনি ঢাকা মেডিকেলে চান্স পাব। আল্লাহর সব ইচ্ছে!’ ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক কষ্ট করেছি, কেঁদেছি। আজকে সব কান্না শেষ! অনেক কষ্ট করেছেন আমার বাবা মা। আজকে আমার কান্না পাচ্ছে ঠিক তাদের জন্যই। আমি আজকে ধন্য, আলহামদুলিল্লাহ, আল্লাহ!’
গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিকেলের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ দুই হাজার ৩৬৯ জন। পাস করেছেন ৪৯ হাজার ৯২৩ জন শিক্ষার্থী। পাসের হার ৪৭ দশমিক ৮৩ শতাংশ।
মেধা কোটার পাঁচ হাজার ৭২টি আসনের মধ্যে এবার পুরুষ শিক্ষার্থী দুই হাজার ১৯৪ জন (৪৩.২৬ শতাংশ) এবং নারী শিক্ষার্থীর সংখ্যা দুই হাজার ৮৭৮ জন (৫৬.৭৪ শতাংশ)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসন সংখ্যার পাঁচ শতাংশ হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীদের জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।