ফেসবুক ভিডিওতে গালাগালি, বহিষ্কার ঢাবি শিক্ষার্থী
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ’ নামে একটি গ্রুপে দেওয়া এ ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে নির্মাণাধীন শতবার্ষিক মনুমেন্ট নিয়ে গালাগালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থী। এ ঘটনায় ওই শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে সিন্ডিকেটের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম আব্দুল ওহেদ। তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র।
ফেসবুকে আপলোড করা সেই ভিডিওতে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাবির সব শিক্ষক ও গণমাধ্যমকর্মীদের গালাগালি করে। সেই ভিডিওতে আব্দুল ওহেদকে বলতে শোনা যায়, মলচত্বরে উন্নয়নের নামে শত শত কোটি টাকা অপচয় করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এসময় অশ্রাব্য নানা গালাগালি করতে শোনা যায় তাকে। এছাড়াও ঢাবি সাংবাদিক সমিতির সব সাংবাদিকদের প্রশাসনের চাটুকার আখ্যায়িত করেও নানা গালমন্দ করেন তিনি।
বহিষ্কারের এ সময়ে তাকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দপ্তরে নিয়মিত কাউন্সেলিং নিতে হবে এবং তার মানসিক মূল্যায়ন বিবেচনায় শাস্তি কমানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি ফেসবুক গ্রুপের অ্যানোনিমাস (নামহীন) পোস্টের বিষয়ে ফেসবুক গ্রুপটির অ্যাডমিন ও মডারেটরদের প্রক্টর অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানানো হয়।