রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে৷ আজ বুধবার (৬ মার্চ) সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত প্রথম শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মোট চারটি শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। চারটি অনুষদ ও একটি ইনস্টিটিউট নিয়ে ‘এ’ ইউনিট। অনুষদগুলো হলো কলা, আইন, সামাজিক বিজ্ঞান, চারুকলা। এছাড়া শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটও ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত। ‘এ’ ইউনিটে এক হাজার ৮৭২ টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৭৮৫ জন ভর্তিচ্ছু ৷
এর আগে, গতকাল মঙ্গলবার (৫ মার্চ) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ইউনিটে মোট আবেদনকারী ছিল ৭৪ হাজার ৫৭৭ জন। যার মধ্যে ৬১ হাজার ২৪০ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণ করে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম শ্রেণির ভর্তি পরীক্ষায় তিন ইউনিটে মিলিয়ে বিশেষ কোটাসহ আসন রয়েছে চার হাজার ৪৩৮টি। এই আসনের বিপরীতে চূড়ান্ত আবেদন জমা পড়েছে মোট এক লাখ ৮৫ হাজার ৬৮০ টি। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৪২ জন ভর্তিচ্ছু৷
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের প্রশাসন কয়েক স্তরের নিরাপত্তায় সার্বক্ষণিক নজরদারি করছে৷