শাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার, সম্পাদক আলমগীর
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি’র ২০২৪ কার্যমেয়াদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক হয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির।
গতকাল বুধবার (৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মুনশী নাসের ইবনে আফজাল।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. ফরহাদ রাব্বী, কোষাধ্যক্ষ পদে ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা চৌধুরী ও যুগ্ম-সম্পাদক পদে গনিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।
ফল ঘোষণার পর ড. মুনশী নাসের ইবনে আফজাল বলেন, সকাল সাড়ে নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটগ্রহণ হয়। মোট ৩৯০ জন ভোটার ভোট প্রদান করেন। ভোট পড়েছে শতকরা ৮৩ শতাংশ ।
নির্বাচনে আওয়ামীপন্থি, আওয়ামী-বামপন্থি ও বিএনপিপন্থি তিন প্যানেল থেকে ১১ পদের বিপরীতে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারের নির্বাচনে ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষকবৃন্দ’ নামে বিএনপি-জামায়াতপন্থি শিক্ষকদের প্যানেল থেকে কোনো প্রার্থী দেওয়া হয়নি।