বার্ষিক ক্রীড়ায় মুখরিত এমএসটিপি স্কুল

Looks like you've blocked notifications!
যশোরের এমএসটিপি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার নিচ্ছে এক শিক্ষার্থী। ছবি : এনটিভি

ক্রীড়া, সংস্কৃতি, বিতর্ক সব মিলিয়ে উৎসবমুখর ছিল যশোর মধুসূদন তারাপ্রসন্ন (এমএসটিপি) বালিকা বিদ্যালয় ও কলেজ। পড়ালেখার পাশাপাশি এভাবেই কেটেছে শিক্ষার্থীদের দুই মাস। আজ রোববার (১০ মার্চ) পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হলো এই কর্মযজ্ঞ।

এদিন বেলুন উড়িয়ে সমাপনী অনুষ্ঠানের উদ্বোধন করেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদক ব্যবস্থাপনা) সুজন সরকার। পরে শাহরিনা আক্তারের পরিচালনায় মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে শিক্ষার্থীরা। 

আলোচনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি সুজন সরকার বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়াতেও নারীরা আজ অগ্রগামী। জ্ঞানচর্চা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সুন্দর মনন গড়ায় সহায়ক। আজকের এই শিশুরা স্মার্ট আগামীর নেতৃত্ব দেবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ খায়রুল আনাম। সহকারী শিক্ষক আসমানা আক্তার রলির পরিচালনায় বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য আহসান হাবীব চৌধুরী।

এর আগে অভিভাবকদের অংশগ্রহণে বালিশ বদল, যেমন খুশি তেমন সাজসহ বেশ কয়েকটি খেলার প্রতিযোগিতা হয়।

অনুষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ২৬টি ইভেন্টে বিজয়ীসহ বিভিন্ন সময় অনুষ্ঠিত হাতের লেখা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, বিতর্ক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়া অনুষ্ঠানে ২০২৩ সালে এসএসসিতে জিপিএ-৫প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।