বুয়েটে দ্বিতীয় দিনের আন্দোলন স্থগিত, কয়েক শিক্ষার্থী অসুস্থ

Looks like you've blocked notifications!
ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাদের প্রবেশের প্রতিবাদে শনিবার বুয়েট কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশ এবং ছাত্র রাজনীতি আবারও শুরুর চেষ্টার প্রতিবাদে আন্দোলনের দ্বিতীয় দিনের কর্মসূচি স্থগিত করছেন শিক্ষার্থীরা। আজ শনিবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টা নাগাদ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

এদিন সকাল ৮টা থেকে বুয়েটের শহীদ মিনারের সামনের রাস্তায় জড়ো হয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেন বুয়েটের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। এরপর বেলা ১১টার দিকে সাংবাদিকদের সামনে ছয় দফা দাবি তুলে ধরেন তারা।

সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বুয়েট শহীদ মিনারের সামনে আমাদের নতুন দাবিগুলো জানিয়েছি। আমরা এই দাবিগুলো আদায়ে অটল থাকব। আমাদের আর কোনো নতুন দাবি নেই। এই দাবিগুলোর সঙ্গে আমরা উপস্থিত সবার গণস্বাক্ষর নিয়ে আবেদনপত্র জমা দিয়েছি। আমরা দেখি, আমাদের স্যার আমাদের সঙ্গে পরবর্তীতে কথা বলতে চান কিনা, কোনো আপডেট দিতে চান কিনা। আমরা এখনও এ সম্পর্কে কিছুই জানি না। আমরা আবেদনপত্র জমা দিয়ে এসেছি এবং এখনও পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়ন করা হয়নি। আমরা দাবির বাস্তবায়ন চাই এবং দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চলমান রাখব।’

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ‘আমাদের আগামীকালের (রোববার) কর্মসূচি হচ্ছে সকাল সাতটায় শহীদ মিনারের সামনে জড়ো হব। আমাদের আজ দুপুর ২টা পর্যন্ত আলটিমেটাম ছিল, তবে ইতোমধ্যে আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে এবং প্রচণ্ড গরম পড়েছে। আমরা আমাদের ভিসি স্যার ও ডিএসডব্লিউ স্যারের কাছ থেকে এখন পর্যন্ত কোনো আশ্বাস বা কিছু পাইনি৷’

গত বৃহস্পতিবার (২৮ মার্চ) দিনগত রাত ১টার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি, দপ্তর সম্পাদকসহ শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা তাদের রাজনৈতিক কর্মী বহর নিয়ে মূল গেট দিয়ে বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেন। এ ঘটনায় গতকাল শুক্রবার থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বুয়েটের শিক্ষার্থীরা। আজ দ্বিতীয় দিনের মতো আন্দোলন সমাপ্ত করে আবার আগামীকাল থেকে তৃতীয় দিনের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।