ঢাবিতে ঈদের দুই জামাত, জেনে নিন সময়সূচি

Looks like you've blocked notifications!
ছবি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআয় পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। এ ছাড়াও ঢাবির দুই হলে দুটি জামাত অনুষ্ঠিত হবে। আজ সোমবার (৮ এপ্রিল) ঢাবির জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাবির কেন্দ্রীয় মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮ টায়। প্রথম জামাতের এক ঘণ্টা পর সকাল ৯ টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় জামাত ।

প্রথম জামাতে ইমামতি করবেন ঢাবির কেন্দ্রীয় মসজিদের প্রধান খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দীন এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন সিনিয়র খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ।

এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল মসজিদ এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮ টায় ঈদুল ফিতরের দুটি পৃথক জামাত অনুষ্ঠিত হবে।