সারা দেশে চলছে ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা
সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। আজ শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে দুই ঘণ্টার এই পরীক্ষা, যা চলবে বেলা ১২টা পর্যন্ত।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ৪৬তম বিসিএসের প্রলিমিনারি পরীক্ষা। পিএসসির নির্দেশনা অনুযায়ী কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই ঢুকতে দেখা যায়। এরপর পরীক্ষা কেন্দ্রের ফটক বন্ধ করে দেওয়া হয়। এতে সামান্য দেরিতে আসা পরীক্ষার্থীরা পড়েন বিপাকে। তারা গেট খুলে দিতে অনুরোধ এবং গেইট ধরে ধাক্কাধাক্কি করলে অনেক কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
বিভিন্ন ক্যাডারে তিন হাজার ১৪০ জন নিয়োগ দিতে ২০২৩ সালের ৩০ নভেম্বর পিএসসি ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ৪৬তম বিসিএস থেকে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বাস্থ্য ক্যাডারে।