চুয়েটে একাডেমিক কার্যক্রম বন্ধ, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)
আগামী ১১ মে পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কাউন্সিল সভায় নেওয়া আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (২৬ এপ্রিল) বিকেলে সিন্ডিকেটের ১৫২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চুয়েটের সহকারী রেজিস্ট্রার (সমন্বয়) মুহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী রেজিস্ট্রার জানান, সিন্ডিকেটের ১৫২তম সভায় সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীরা হলে অবস্থান করতে পারবেন। তবে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের পর এর প্রতিবাদে চার দিন ধরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক অবরোধ, ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচিসহ নানা অরাজকতার নেপথ্যের ঘটনা অনুসন্ধানে কমিটি গঠন করে তদন্ত করা হবে। আগামী ২৮ এপ্রিল থেকে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলবে। আর ১২ মে রোববার থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবে।
সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের পর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গতকাল বৃহস্পতিবার বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা হয়। সভায় অনির্দিষ্টকালের জন্য চুয়েট বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে জরুরি সভায় হল ভ্যাকেন্ট ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য জরুরি এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।