যবিপ্রবির ছাত্রলীগ সভাপতিসহ ৯ শিক্ষার্থী বহিষ্কার
এক শিক্ষার্থীকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতন এবং চাকরি প্রার্থীদের অপহরণে সম্পৃক্ততার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বিভিন্ন বিভাগের ৯ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেলে যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃতদের মধ্যে ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি সোহেল রানাও রয়েছেন। বাকিরাও ক্যাম্পাস ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। তবে এসব ঘটনায় অভিযুক্ত আরও চারজনের বর্তমানে ছাত্রত্ব নেই। ফলে এ চারজন ও আগের নয়জনসহ মোট ১৩ জনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যবিপ্রবির গণসংযোগ বিভাগের উপপরিচালক মো. আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় যবিপ্রবি উপাচার্য ও রিজেন্ট বোর্ডের সভাপতি অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়) খালেদা আক্তার, যুগ্ম সচিব ড. মোর্শেদা আক্তার প্রমুখ অংশ নেন।
গত বছরের ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে লিফট অপারেটর পদে চাকরির জন্য পরীক্ষা দিতে আসা প্রার্থীদের অপহরণের ঘটনা ঘটে। আর গত ৪ জুন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহরিন রহমানকে রাতভর শারীরিক ও মানসিক নির্যাতনের ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। এসব তদন্ত প্রতিবেদন রিজেন্ট বোর্ডের বৈঠকে ওঠানোর পর ওইসব ঘটনায় জড়িত শিক্ষার্থীদের আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অপহরণের ঘটনায় বহিষ্কৃতরা হলেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. বেলাল হোসেন, ফার্মেসি বিভাগের শিক্ষার্থী জি এম রাইসুল হক রানা, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নৃপেন্দ্র নাথ রায়, মুশফিকুর রহমান, ফাহিম ফয়সাল লাবিব ও মো. আবু বক্কার।
শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় যাদের আজীবন বহিষ্কার করা হয়েছে তাঁরা হলেন ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সোহেল রানা, রেদওয়ান আহমেদ জিসান, মো. বিপুল সেখ, ইছাদ হোসেন, মো. আশিকুজ্জামান লিমন ও মো. আমিনুল ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মো. বেলাল হোসেন ও পদার্থ বিজ্ঞান বিভাগের মো, রায়হান রহমান রাব্বী। এদের মধ্যে সোহেল রানা, ইছাদ হোসেন ও আশিকুজ্জামান লিমনের বর্তমানে ছাত্রত্ব নেই। যাদের ছাত্রত্ব নেই তাঁদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ও আবাসিক হলে প্রবেশে বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নেয় রিজেন্ট বোর্ড।