শাবিপ্রবিতে গ্রাফিতি এঁকে শিক্ষার্থীদের প্রতিবাদ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে গ্রাফিতি এঁকে কর্মসূচি পালন করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। এসময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া ও মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
গতকাল রোববার (২৮ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ফটকের সামনে নানা গ্রাফিতির মাধ্যমে এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দেয়াল লিখন ও রোড পেইন্টিংয়ের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটককের নাম শহীদ রুদ্র তোরণ দেন শিক্ষার্থীরা।
দেয়াল লিখন সম্পর্কে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, ‘১৯৫২ সাল থেকে ১৯৭১ বা যেকোনো আন্দোলনেই অত্যাচার, গুম, খুন করে শিক্ষার্থীদের দমন করা যায়নি। এবারও ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবে না। সারা দেশে চলমান বর্বরতার প্রতিবাদে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি।’