এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/08/07/hsc-2.jpg)
এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি
১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত ছিল। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই ১১ আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।