এইচএসসি পরীক্ষা আবারও স্থগিত

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি
১১ আগস্ট থেকে পুনরায় শুরু হতে যাওয়া সকল বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে। আজ বুধবার (৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
ছাত্র-জনতার আন্দোলন ও এ নিয়ে চলমান সহিংসতার জেরে এইচএসসি ও সমমান পরীক্ষা ১০ আগস্ট পর্যন্ত স্থগিত ছিল। ১১ আগস্ট থেকে এসব পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন থানা ও ট্রেজারিতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে গেছে। তাই ১১ আগস্ট থেকে সে পরীক্ষা শুরু হচ্ছে না। ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাগুলো আবারও স্থগিত রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।