ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টরিয়াল বডির ১৪ সদস্যের মধ্যে ১৩ জন ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সাবেক প্রক্টর অধ্যাপক মাকসুদুর রহমান।
প্রক্টরিয়াল টিমের পদত্যাগকারী সদস্যরা হলেন–অধ্যাপক মাকসুদুর রহমান, ড. লিটন কুমার সাহা, ড. মাহবুবুল রহমান, মোহাম্মদ নাজির হোসেন খান, ড. মোহাম্মদ আবদুল মুহিত, ড. এম এল পলাশ, ড. সৌদ আহমেদ, সঞ্চিতা গুহ, ড. মোহাম্মদ হাসান ফারুক, মোহাম্মদ মাইনুদ্দিন মোল্লা, ড. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, ইমাউল হক সরকার টিটু ও ড. বদরুল হাসান।