বন্যার্তদের পাশে ঢাকা কলেজ এইচএসসি‘র ৯৬ ব্যাচ
দেশের দক্ষিণ–পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের ১১টি জেলায় গত ১৯ আগস্ট থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যা কবলিত অঞ্চলে বন্যার্তদের সহযোগিতায় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এইচএসসি ৯৬ ব্যাচের পক্ষ থেকে বন্যার্তদের জন্য খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৯৬-ব্যাচের সাধারণ সম্পাদক মহব্বত হোসেনের নেতৃত্বে একটি টিম দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেন।
সেনাবাহিনীর তত্ত্বাবধানে দুর্গম এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের জন্য কুমিল্লা ক্যান্টনমেন্টে এই সহায়তা পৌঁছে দেন। ঢাকা কলেজ এইচএসসি ৯৬ ব্যাচের নির্বাহী কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল গোলাম মাবুদ হাসানের সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার সময় ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক বুলবুল, সহ অর্থ সম্পাদক সাঈদ, জহির, আতাউর, শাহীন, জাকির ও নাছির উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ঢাকা কলেজের এইচএসসি ৯৬ ব্যাচের শিক্ষার্থীদের অর্থায়নে বন্যার্তদের এই সহযোগিতার কার্যক্রম সম্পন্ন হয়।