জানুয়ারির শুরুতেই বই পাবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা
২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখেই পাঠ্যপুস্তক (বই) পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির জন্য ২০টি প্যাকেজে ১৪৭ কোটি ৯৭ লাখ ৫৯ হাজার টাকায় চার কোটি দুই লাখ ৫৬ হাজার পাঠ্যপুস্তক মুদ্রণ (কাগজসহ), বাঁধাই ও সরবরাহে ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকার।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, প্রাথমিকের বই ছাপানোর বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। যথা সময় যাতে ছাত্র-ছাত্রীরা বই পায় সেটা নিশ্চিত করা হবে। বইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ মানের বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। বই উৎসব হবে কি না–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি তিনি বলতে পারবেন না। তবে ছাত্র-ছাত্রীরা বই পাবে।