বরিশালে পাসের হারের সঙ্গে বেড়েছে জিপিএ ৫
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/15/barishal_0.jpg)
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার সংবাদ সম্মেলনে এইচএসসি পরীক্ষার ফল তুলে ধরে। ছবি : এনটিভি
এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে ৮১ দশমিক ৮৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৬৭ জন, গত বছর যা ছিল তিন হাজার ৯৯৩ জন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন। তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭ হাজার ১১৪ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৬৬ হাজার ৮৭ জন। আর পাস করেছে ৫৩ হাজার ৮৯ জন। আর বহিষ্কার হয়েছে ৩৩ জন।
এবারও পাসের হারে মেয়েরা এগিয়ে। এ বছর ২৪ হাজার ৩৬৭ মেয়ে পাস করেছে, অন্যদিকে ছেলেরা পাস করেছেন ২৯ হাজার ৭২২ জন। তিনি আরও জানান, বিভাগের ছয় জেলার মধ্যে এ বছর ২৮৮টি কলেজ অংশগ্রহণ করেছে। এরমধ্যে ২১টি কলেজের শিক্ষার্থী শতভাগ পাস করেছে।