জিপিএ-৫ পেল ভাইরাল মুশতাকের স্ত্রী তিশা
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে মঙ্গলবার। এ বছরের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ভাইরাল খন্দকার মুশতাক আহমেদের স্ত্রী সিনথিয়া ইসলাম তিশাও।
গতকাল মঙ্গলবার আলোচিত মুশতাক আহমেদ একটি ভিডিও শ্যুট করেন, যেটি তার স্ত্রী তিশার ফেসবুক আইডিতে পোস্ট করা হয়। সেখানে মুশতাক অভিনন্দন জানান তিশাকে। ভিডিওতে তিনি জানান, তার স্ত্রী এইচএসসিতে জিপিএ-ফাইভ পেয়েছেন।
খন্দকার মুশতাক বলেন, ‘আমার হুররামকে অভিনন্দন। আপনারা জানেন আজকে এইচএসসির রেজাল্ট দিয়েছে এবং আমাদের জীবনের অনেক চড়াই উতরাইয়ের পরেও তিশা বরাবরই ভালো শিক্ষার্থী হওয়ায় ঈর্ষণীয় ফলাফল করেছে। তাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে অভিনন্দন।’
এদিকে তিশা বলেন, ‘রেজাল্টের মেসেজ দেখে প্রথমে বিশ্বাস করিনি। পরীক্ষার আগে শেষ দুই মাস অনেক বেশি পরিশ্রম করেছি। এটা যদিও নতুন কিছু নয়। আমার কাছে মনে হয়েছে, হ্যাঁ আমিতো এটাই পাই। সবাই আমার জন্য দোয়া করবেন, অনেক ধন্যবাদ।’
রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য ছিলেন মুশতাক। সে সময় কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি হন তিশা। ষাটোর্ধ মুশতাক তরুণী তিশার প্রেমে পড়েন। একপর্যায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং তারা বিয়ে করেন। বিষয়টি তিশার পরিবার মেনে নিতে পারেননি। মেয়েকে হয়রানি ও অপহরণের অভিযোগ তুলে মামলা করে তিশার বাবা সাইফুল। এত কিছুর পরও টিকে আছে তাদের সংসার।