বৃক্ষরোপণের মাধ্যমে বশেমুরবিপ্রবিতে ছাত্রদলের কার্যক্রম শুরু
গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এর আগে এই ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদলের কোন কর্মকাণ্ড ছিল না। ক্যাম্পাসে ছাত্রলীগের কমিটি না থাকলেও তাদের নেতাকর্মীদের দাপটে অন্য কোনো ছাত্র সংগঠন মাথা তুলে দাঁড়াতে পারেনি।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় তিনি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আম, জাম, নিম, কদম, বকুল গাছের চারাসহ অর্ধশতাধিক গাছের চারা রোপণ করেন। পরে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন সুবিধা-অসুবিধা নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন।
কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান তাজ বলেন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক আগামীর ভিশন ২০৩০ যেটা এজেন্ডাগুলো ছাত্রদল এবং বিএনপি আগামীতে কি করবে, কি চিন্তা করছে, জনআকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণের জন্য কি চিন্তা করা দরকার। আমরা সারাদেশে ক্যাম্পাসে ৩৮টি টিমের মাধ্যমে দেশনায়ক তারেক রহমানের এই কর্মসূচিগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাচ্ছি।
তৌহিদুর রহমান বলেন, দেশনেত্রী শিক্ষার্থীদের চাহিদা কি, আগামীর রাষ্ট্র কাঠামো নিয়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন আমাদের মাধ্যমে তা গ্রহণ করতে চাচ্ছেন। সেই আলোকে বিএনপির যে মূল রূপরেখা বা ইশতেহার যেটা তৈরি আগামী রাষ্ট্র কাঠামো বিনির্মাণে তিনি তৈরি করতে চাচ্ছেন। সারাদেশের ক্যাম্পাসের সকল ছাত্রসমাজের যে ইচ্ছে, তাদের চিন্তা, তাদের যে দাবি বা তাদের প্রত্যাশা কি সেই আলোকে এটা রচনা করতে চাচ্ছেন।
কেন্দ্রীয় ছাত্রদলনেতা তাজ বলেন, গোপালগঞ্জের সোসাইটিকে পরিবর্তন করতে চাই। যাতে গোপালগঞ্জও আগামীর বাংলাদেশ ও আগামীর সমৃদ্ধ, স্বনির্ভর, বৈষম্যহীন একটি বাংলাদেশ গঠিত হতে যাচ্ছে, সেই ধারা থেকে আমরা বিচ্যুত না হই।
জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ে দলীয় লেজুরভিত্তিক রাজনীতি বন্ধের একটি দাবি উঠেছিল সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তাজ বলেন, আমার মতামত বলতে ছাত্রদলের যে ফিউজ বা ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক তারেক রহমানের ভিউজ যেটা আমরা চাই। দেখেন ছাত্র রাজনীতি তো খারাপ না। ছাত্র রাজনীতি তো ছাত্রসমাজের অধিকার নিয়ে, দাবিগুলো নিয়ে রাষ্ট্রের কাছে যেটি পূরণের জন্য দাবি করবে বা পেশার দিবে, আন্দোলন করবে এবং সেই দাবিগুলো বাস্তবায়ন করে আনবে ক্যাম্পাসের প্রশাসনের কাছে।
এসময় বিএনপি নেতা জিয়াউল কবির বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল খান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের দুর্জয় শুভ, মাহমুদুল হাসান রাকিব, শাহরিয়ার গালিব, আমিনুল ইসলাম বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।