কুবিতে প্রথমবারের মতো ক্যারিয়ার সামিট
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) স্কিল ডেভেলপমেন্ট ক্লাব ও আইটি সোসাইটির যৌথ উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার সামিট। আজ শনিবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে হাসিন মাহতাব মাহিন ও হুরে জান্নাত অর্নার সঞ্চালনায় সকাল ১০টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়।
শতশত শিক্ষার্থীর উপস্তিতিতে অনুষ্ঠানের প্রথম ধাপে বক্তব্য দেন গানচিল মিউজিকের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল।
হালিমা গ্রুপের চেয়ারম্যান আবুল কালাম হাসান টগর নিজের ব্যক্তিজীবনের বিভিন্ন সংগ্রাম ও চড়াই-উতরাইয়ের ফলে কীভাবে আজকের এই অবস্থানে পৌঁছাতে পেরেছেন সেই গল্প বলেছেন। এ ছাড়া জীবনের সব প্রতিবন্ধকতা দূর করে পরিশ্রম, অসীম ইচ্ছা ও অধ্যাবসায়ের মাধ্যমেই যে সফলতার শীর্ষে পৌঁছানো যায় এই ধরনের দিকনির্দেশনা দেন তিনি।
গ্রামীণ ড্যানোন ফুডস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর দীপেশ নাগ বলেন, পৃথিবীর কোনো মানুষ শতভাগ খারাপ অথবা শতভাগ ভালো না। তাই আমরা যদি কারও অন্ধ ভক্ত হয়ে যাই, তখন শুধু তার ভালো দিকগুলোই আমাদের চোখে পড়বে। কিন্তু আমাদের উচিত তার কাছ থেকে ভালো আইডিয়াগুলো নিয়ে সেগুলোর ওপর কাজ করা। তাই কাউকে ইনডিভিজুয়াল গুরু না মেনে যার যে কোয়ালিটি আছে সেগুলো একত্রিত করে ফলপ্রসূ করাই লিডারশিপের কাজ।
এ ছাড়া এই ক্যারিয়ার সামিট অনুষ্ঠানে আরও বক্তব্য দেন একসাথে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মুনাফ মুজিব চৌধুরী, নিজের বলার মতো একটি কথা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইকবাল বাহার জাহিদ, পারটেক্স গ্রুপের ব্যবসায় শাখার প্রধান সায়েদুল আজহার সারোয়ারসহ আরও অনেকে।