পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত জাবি ক্যাম্পাস
পোষ্য কোটা বহাল রাখা ও বাতিলের দাবিতে দুই পক্ষের মুখোমুখি অবস্থানে ফের উত্তপ্ত হয়ে উঠেছে জাহাঙ্গীনরগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। কর্তৃপক্ষ আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আসন সংখ্যা সীমাবদ্ধ করার ঘোষণা দেওয়ায় প্রশাসনিক ভবন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
তাই কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের অনশনের পাশাপাশি এবার কর্মকর্তা-কর্মচারীদের গণআন্দোলনে মুখে থমথমে হয়ে উঠেছে পরিস্থিতি।
বিশ্ববিদ্যালয়ে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের দাবিতে গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে আমৃত্যু অনশনে বসে একদল শিক্ষার্থী।
এমন পরিস্থিতিতে আজ মঙ্গলবার প্রতি বিভাগে সর্বোচ্চ চারজন করে মোট ১৪৮ জনের ভর্তির সুযোগ কমিয়ে ৪০টি আসনে সীমাবদ্ধ করার ঘোষণা দেয় কর্তৃপক্ষ।
প্রতিবাদে পোষ্য কোটা বহাল চেয়ে বিক্ষোভ মিছিল ও প্রশাসনিক ভবন অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাদের বৈষম্যবিরোধীদের পোস্টার ছিড়তে বাধা দিলে তাদের সঙ্গে শিক্ষার্থীদের বাকবিতণ্ডা হয়।
দুপুরে বটতলা থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
মিছিলটি বিভিন্ন হল ঘুরে প্রশাসনিক ভবনের সামনে এসে অবস্থান কর্মসূচি শুরু করে।