আ.লীগ নিষিদ্ধের দাবিতে জাবিতে বিক্ষোভ মিছিল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/ju.jpg)
গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
গতকাল বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে প্রধান ফটকের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জাকির হোসেন বলেন, ‘আমরা এই স্বৈরাচার সরকারকে পতন করতে পেরেছি বহু মানুষের জীবনের বিনিময়ে। কিন্তু এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের মধ্যে বিন্দু পরিমাণ অনুতাপ নেই এই গণহত্যার জন্য। আমরা অন্তবর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, অবিলম্বে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে।’
বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, ‘আওয়ামী লীগ শুধু এই চব্বিশেই ফ্যাসিস্ট হয়নি, তারা পঁচাত্তরেও ফ্যাসিস্ট ছিল। পরপর তিনটি ভুয়া নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে। আওয়ামী লীগ নেতাদের শাস্তি না দেওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবেই।’
বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘ যে রিপোর্ট দিয়েছে, সেখানে ১৩ শতাংশ শিশু শহীদ হয়েছে। আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে।’
নাজমুল ইসলাম আরও বলেন, ‘ফ্যাসিস্ট দল আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। আওয়ামী লীগকে যদি কেউ পুনর্বাসনের সাহস দেখায়, তাহলে আবারও আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মতো বুকের তাজা রক্ত ঢেলে দিতে হলেও প্রস্তুত আছি।’
শাখা ছাত্র শিবিরের অফিস ও প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগ এ দেশের মানুষের ভোটাধিকার হরণ করে রাতে ভোট কেটে সকালে ভোটের মুলা ঝুলিয়েছে। জুডিসিয়ারি এক্সট্রা জুডিসিয়ারি কিলিংয়ের মাধ্যমে দেশের আমজনতা, ভিন্ন মতাদর্শের মানুষ ও আলেম সমাজকে ফাঁসিতে ঝুলিয়েছে। ২৪-এর গণ-আন্দোলনের পরেও আওয়ামী দোসরা আমাদের ভাই-বোনদের ওপর নানাভাবে হামলা করে যাচ্ছে। গণহত্যাকারী এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন সময়ের দাবি।’