বিইউবিটিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/1.jpg)
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) ‘হাল্ট প্রাইজ ২০২৫’ প্রতিযোগিতা শুরু হয়েছে। গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরে বিইউবিটির ক্যাম্পাসে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপচার্য ড. এ বি এম সওকত আলী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিইউবিটির বিজনেস ক্লাবের প্রধান উপদেষ্ঠা ও বিজনেস অনুষদের ডিন অধ্যাপক সৈয়দ মাসুদ হোসেন ড. আলী আহমেদ, কোষাধক্ষ অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ, আইকিউএসির পরিচালক ও বিআরআইসির পরিচালক। এ ছাড়া উপস্থিত ছিলেন বিজনেজ অনুষদের বিভাগীয় চেয়ারম্যান ও শিক্ষকরা।
মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের উপচার্য বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠান উদ্বোধনকালে বক্তব্য প্রদান করেন উপচার্য ড. এ বি এম সওকত আলী, বিজনেজ ফ্যাকাল্টির ডিন ও আইকিউএসির পরিচালক। উপচার্য তার বক্তৃতায় হাল্ট প্রাইজের গুরুত্ব উল্লেখ করে এই প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদেরকে অংশগ্রহণের জন্য উৎসাহিত করেন। এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/13/2.jpg)
হাল্ট প্রাইজ ২০২৫ আয়োজন করেছে বিজনেস ফ্যাকাল্টির বিজনেজ ক্লাব বিইউবিটির বিজনেস ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে হাল্ট প্রাইজ-২০২৫ এর অনক্যাম্পাস ডিরেক্টর বিবিএ অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের শিক্ষার্থী সাইদুল ইসলাম ফাহিমসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ও বিজনেজ ফ্যাকাল্টির ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।