কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভা ও মিলনমেলা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/14/kussttiyyaa_1_0.jpg)
আনন্দঘন পরিবেশে দিনব্যাপী কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ক্যাম্পাস অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘আমাদের হৃদয় ও প্রকৃতিতে যেমন বসন্ত এসেছে, ঠিক সেভাবেই আজকের এই মিলনমেলায় আমি মনে করি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটা বসন্তের উৎসব আয়োজিত হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইরা বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি চাকরিতে অত্যন্ত কৃতিত্বের সঙ্গে আছে। এই প্রতিষ্ঠান তাদেরকে যেভাবে দিয়েছে, তার থেকেও তারা অনেক বড় কিছু করছে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/14/kussttiyyaa_2.jpg)
অ্যালামনাইরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে, এমন প্রত্যাশা করে উপাচার্য আরও বলেন, ‘এই আয়োজনের মাধ্যমে অ্যালামনাইরা যে বন্ধন ও সামাজিক ঐক্য তৈরি করছে। এই বন্ধন ও ঐক্য যদি তাদের মধ্যে থাকে, তাহলে তারা দেশ ও জাতির জন্য অনেক বড় কিছু করতে পারবে।’
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/14/kussttiyyaa_3.jpg)
ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মুহাম্মদ নাজমুল হক সাঈদীর সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণ ও শিক্ষার উন্নয়ন নিয়ে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ, বাংলাদেশ হামদর্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম, ইবির উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনেরসদস্য সচিব মুহাম্মদ আব্দুল হাই, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসাইন আল মামুন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়া ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইনসহ অন্যান্যরা।
![](https://ntvbd.com/sites/default/files/styles/very_big_1/public/images/2025/02/14/kussttiyyaa_4.jpg)
আলোচনা সভা শেষে প্রিয় ক্যাম্পাসে পুরনো বন্ধু-বান্ধবরা আড্ডায় মিলিত হন। স্মৃতিচারণ করে একে অপরের খোজঁখবর নেন। এ ধরনের আয়োজন নিয়মিত করার আহ্বান জানান তারা।