সাত কলেজের সমন্বয়ে আসছে বিশ্ববিদ্যালয়, নাম ঘোষণা হতে পারে আজ

রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন এবং প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে কলেজগুলোর ছাত্র প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এই বৈঠক থেকে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা হতে পারে।
আজ রোববার (১৬ মার্চ) সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে কমিশনের সম্মেলন কক্ষে সভাটি শুরু হয়।
রাজধানীর সরকারি সাত কলেজগুলো হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
এর আগে এক বার্তায় বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কমিশনের চেয়ারম্যান সভাপতিত্বে কনফারেন্স রুমে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ সংক্রান্ত বিষয়ে বিগত সভাগুলোতে উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে নির্বাচিত টিম লিডারদের সঙ্গে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
বার্তায় আরও বলা হয়, উক্ত সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির সদস্যবৃন্দ, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ ও ছাত্র প্রতিনিধিবৃন্দের টিম লিডারদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত ১৮ ফেব্রুয়ারি সাত কলেজের সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সব অংশীজনের কাছে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নাম আহ্বান করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। আগ্রহী ব্যক্তিরা ইউজিসির info@ugc.gov.bd ই-মেইলে নামের প্রস্তাব পাঠান। আজ (রোববার) নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত করতে ইউজিসিতে মতবিনিময় সভা ডাকা হয়েছে। সেখানই চূড়ান্ত করা হবে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম।
আলোচনায় রয়েছে যেসব নাম
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র ও সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী চাইছেন নতুন বিশ্ববিদ্যালয়ের নাম হোক ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। এরপর নতুন নাম হিসেবে আলোচনা রয়েছে ‘বাংলাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অথবা ‘বাংলাদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’। এছাড়া ‘ঢাকা মেট্রোপলিটন ইউনিভার্সিটি’, ‘ঢাকা মহানগর ইউনিভার্সিটি’ এবং ‘ঢাকা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামগুলোর পক্ষেও মতামত দিয়েছেন অনেকে।