ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুলের অডিটোরিয়ামে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ শনিবার (২৯ মার্চ) স্কুলের অডিটোরিয়ামে প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের উদ্যোগে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে ফোরামের সভাপতি ইঞ্জিনিয়ার শামীম রহমানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব এস. এম. আব্দুস সোবহান, স্কুলের প্রধান শিক্ষক জনাব মাসুদ কবির সহ স্কুলের বর্তমান ও সাবেক শিক্ষকমণ্ডলী, ফোরামের বর্তমান ও সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীগণ।
এ সময় ফোরামের সাধারণ সম্পাদক জাহিদ হাসান সুমন আগত সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের ইফতার মাহফিলে উপস্থিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান।
ইফতারের আগে আল কুরআন থেকে তিলাওয়াতসহ রমজানের ফজিলত এবং ধনবাড়ী কলেজিয়েট মডেল স্কুল প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের আগামী দিনের পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করা যায় এ নিয়ে আলোচনা করা হয়। একইসঙ্গে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।