বরিশাল বোর্ডে এসএসসির প্রথম দিনে বহিষ্কার ২, অনুপস্থিত ১০৩৩

বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্রে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া এ পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৩৩ জন পরীক্ষার্থী। আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) পরীক্ষা শেষে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
বরিশাল শিক্ষা বোর্ডের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী প্রথম দিন ভোলা জেলায় ২৩১, বরগুনায় ১২৫, পটুয়াখালীতে ২০১, পিরোজপুরে ১৩১, ঝালকাঠিতে ৯১ ও বরিশালে ২৫৪ জন অনুপস্থিত ছিলেন। ফলে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ৭৮ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৭ হাজার ১৪৫ জন অংশ নেন।
বরিশাল শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলায় এ বছর এসএসসি পরীক্ষায় ১৯৪টি কেন্দ্রে এক হাজার ৪৯১টি বিদ্যালয়ের ৮৪ হাজার ৩০৩ জন পরীক্ষার্থীর অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৩৯ হাজার ৩৩৫ জন ও ছাত্রী ৪৪ হাজার ৯৬৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী জানান, পরীক্ষার প্রস্তুতির অংশ হিসেবে এরই মধ্যে খোলা হয়েছে একটি বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত করতে ১৬টি ভিজিলেন্স টিম কাজ করছে মাঠে। গৌরনদীর বার্থী ইউনিয়নের একটি কেন্দ্রে নকল করার অপরাধে দুজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এবারের পরীক্ষায় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা চলাকালে ১৩ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে শিক্ষাবোর্ড।
পরীক্ষার্থীরা বলেন, লিখিত পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে। এমসিকিউ পরীক্ষার প্রশ্ন কঠিন হওয়ায় ফলাফল নিয়ে কিছুটা চিন্তিত তারা। তবে সব মিলিয়ে পরীক্ষা শেষে একটি ভালো ফলাফল হবে বলে জানিয়েছে পরীক্ষার্থীরা। এদিকে গত কয়েক বছর প্রশ্ন ফাঁসের গুজব থাকলেও এবার এমন কোনো গুজব ছাড়াই সুষ্ঠুভাবে প্রথম পরীক্ষা সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছে অভিভাবকরা।